স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : স্থগিত হল ত্রিপুরা বারের নির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারি ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল। কিন্তু ভোটার লিস্ট সঠিকভাবে হয়নি বলে গত ১৪ ফেব্রুয়ারি কিছু সদস্যের পক্ষ থেকে অভিযোগ উঠেছিল। ১৫ ফেব্রুয়ারি অভিযোগের বিষয়টি নিয়ে বার এসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদকের সাথে বৈঠক করেন রিটার্নিং অফিসার আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। পরবর্তী সময়ে বিষয়টি খতিয়ে দেখা হয়।
কারণ দীর্ঘ দু’বছর পরিচালনার স্বার্থে এ বার এসোসিয়েশনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপুরা বার কাউন্সিল অফ ত্রিপুরা এক্সিকিউটিভ কমিটির সদস্যগন, ত্রিপুরা বার এসোসিয়েশনের সভাপতি, সম্পাদককে নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন আপাতত স্থগিত করার। শুক্রবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী। তিনি আরো বলেন, ভোটার তালিকা পরিবর্তন এবং পরিমার্জন করার জন্য যে অভিযোগ উঠেছিল তা আগামী বৃহস্পতিবার থেকে ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। তারপর বার কাউন্সিল অফ ত্রিপুরা এবিষয়ে ১০ দিনের সময় নিয়ে তা অনুধাবন করবে। তারপরই চূড়ান্ত ভোটার তালিকা হওয়ার পর ত্রিপুরা বারের নির্বাচনের জন্য পরবর্তী পদক্ষেপ নেবেন রিটানিং অফিসার।যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের মনোনয়ন পত্র বাতিল করা হবে না। এবং আগামী দিনে কেউ যদি মনোনয়ন পত্র জমা দিতে চান তাহলে দিতে পারবে বলে জানান রিটানিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী।