স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : স্মার্ট সিটির অন্তর্গত এম বি বি বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত ভিআইপি রোড চার লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তা চার লেন করতে গিয়ে রাস্তার পাশে থাকা বেশ কিছু গাছ কাটতে হয়েছে স্মার্ট সিটি কর্তৃপক্ষকে। আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব জানান রাস্তা সম্প্রসারণের জন্য প্রায় প্রচুর গাছ কাটা পড়েছে।
আর বাকি গাছগুলোকে ওই জায়গা থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তর করার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এই রোডের গাছগুলোকে স্থানান্তর করা হয়। গাছ গুলি তুলে এনে লিচু বাগান এলাকায় রাস্তার দু’পাশে লাগানো হয়। ৪০০ উপর গাছে সরানো হবে। তার মধ্যে ২০০ গাছ আগেই সরানো হয়েছে। এদিন ২৫ টি গাছ সরানো হয়। বড় গাছ সরানো খুব কঠিন। এতে গাছ প্রতি খরচ হয় ১০ থেকে ১৫ লক্ষ টাকা। এটা করা সম্ভব নয়। তাই রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটা হলেও কাজ শেষ করার পর রাস্তার দুধারে গাছ লাগানো বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বন দপ্তরের সাহায্য নিয়ে এই গাছ গুলিকে সরানো হয়। রাস্তা বড় করতে গিয়ে জমি অধিগ্রহন করা হয়েছে। যাতে করে সবাইকেই কিছু কিছু জায়গা ছাড়তে হয়েছে। মানুষ এই ক্ষেত্রে সহযোগিতা করেছে। শান্তিপূর্ণ ভাবে এই কাজ চলছে বলে জানান তিনি। এই মরশুমে গোটা কাজটি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।