স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : বিজেপি ডক্টর সেল, রেডক্রস সোসাইটি ও বড়দোয়ালী যুবক সংঘের উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় শুক্রবার। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপিত-র সভাপতি ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কাউন্সিলার অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। এদিন ১৫০ জনের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনুরূপ ভাবে ১৫০ জন দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া কম্বল। বিজেপির- র ভাবনা সেবাই সংগঠন। আর এই উদ্যোগ তারই অঙ্গ। এই মেগা স্বাস্থ্য শিবির থেকে অত্র এলাকার মানুষ সুফল পাবে। বিনামূল্যে পাবে ওষুধ বলে জানান প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌছে দেওয়া প্রশংসনীয় উদ্যোগ বলে জানান তিনি। এদিন পরিষেবা পেয়ে অনেকেই উপকৃত হয়।