স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে শুক্রবার বাম ছাত্র সংগঠন এবং যুব সংগঠন যৌথভাবে একটি বাইক মিছিল সংঘটিত করে। এদিন সকালে ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ, এস এফ আই যৌথভাবে রাজধানীর মেলারমাঠ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। তিনি জানান, গত চার বছরে গণতন্ত্র আক্রান্ত। মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। রাজ্যজুড়ে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। অন্যদিকে শিক্ষা ও কাজের অধিকার আক্রান্ত। রাজ্যে গণতন্ত্র বলতে কিছু নেই। গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং আন্দোলন ব্যাপক রূপ দিতে এই মিছিল সংঘটিত করা হয়েছে বলে জানান তিনি।