স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : ২০১৮ সালে বিজেপি ও আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রু রিয়াং শরণার্থীদের দীর্ঘদিনের সমস্যার নিরসন হয়েছে। সরকার রাজ্যের উত্তর জেলা, দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং ধলাই জেলায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছে। এর জন্য শুক্রবার ব্রু রিয়াং শরণার্থী শিবিরের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃত্ব এল ব্রু।
তিনি জানান সরকার তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর, মন রেগা প্রকল্পের মাধ্যমে জব কার্ড, উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাসের সিলিন্ডার সহ পানীয় জল, স্বাস্থ্য, রেশনের সুবিধা চালু করেছে। বর্তমানে তারা রাজ্যের মানুষের সাথে ঐক্যবদ্ধভাবে ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতি সাথে বসবাস করতে পারছে। এবং বর্তমানে যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলি আগামী দিনে সরকার সমাধান করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সাংবাদিক সম্মেলনে এদিন তাদের অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন।