স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : কাকড়াবন থানাধীন কিশোরগঞ্জ এলাকায় এক দোকানে দুঃসাহসিক চুরি। দোকানের মালিক পল্টন দাশ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যায়। শুক্রবার সকালে দোকানের মালিক পল্টন দাশ দোকান খুলতে এসে দেখে দোকানের দরজা ভাঙা।
দোকান ঘরে গিয়ে দেখে দোকানে থাকা সিগারেট সহ বেশ কিছু জিনিস নিয়ে গেছে চোরের দল। সাথে কয়েক হাজার টাকা নিয়ে গেছে। খবর দেওয়া হয় কাকড়াবন থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।