স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : ত্রিপুরা শহুরি আজীবিকা মিশনের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি থেকে তিন মার্চ পর্যন্ত ৮ দিনব্যাপী দ্বিতীয়তম রাজ্য শহরী সমৃদ্ধি উৎসব -২০২৪ অনুষ্ঠিত হবে। আগরতলা শিশু উদ্যান প্রঙ্গনে হবে এই অনুষ্ঠানের আয়োজন। মেলার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের জোনাল চেয়ারম্যান রত্না দত্ত। শুক্রবার সচিবালয় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং। তিনি আরো বলেন, ত্রিপুরার শহরাঞ্চলের বিভিন্ন স্ব-সহায়ক দল, পথ বিক্রেতা এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্ব-সহায়ক দল তাদের উৎপাদিত পণ্যের সমাহার নিয়ে মেলায় উপস্থিত হবে। মোট স্টলের সংখ্যা হবে ১৩২ টি। যার মধ্যে উত্তর পূর্বাঞ্চলের স্ব-সহায়ক দলের মোট ১১ টি স্টল, তিনটি ব্যাংকের স্টল, ৯১ টি স্টল ত্রিপুরা শহুরি আজীবিকা মিশনের এবং বিভিন্ন সরকারি দপ্তরের স্টল থাকবে সাত টি। মেলা প্রাঙ্গনে স্টল গুলিতে বিক্রি হবে স্ব-সহায়ক মহিলাদের উৎপাদিত পন্য বলে জানান তিনি।