স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : ২১ ফেব্রুয়ারী বাঙালির কাছে চির প্রেরনার প্রতীক। বুধবার রাজ্যজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। গোটা বিশ্বের সাথে আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশন, তথ্য সংস্কৃতি দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষ্যে এইদিন আগরতলা শহরে এক বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন করা হয়। আগরতলা টাউন হলের সামনে থেকে শুরু হয় এই শোভা যাত্রা।
এই বর্ণাঢ্য শোভা যাত্রা রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই বর্ণাঢ্য শোভা যাত্রা পুনরায় আগরতলা টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকলে। উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনার মোহম্মদ আরিফ, শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেরেন্দ্র কুমার সহ অন্যান্যরা। আগরতলাস্থিত বাংলাদেশ সহকারি হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনার মোহম্মদ আরিফ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃ ভাষার মর্যাদা রক্ষা করার জন্য সালাম, বরকত, রফিক, শফিউল, জব্বার সহ আরও অনেকে। ভাষার জন্য যারা আত্মত্যাগ করেছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ২০০০ সাল থেকে বিশ্বের সকল দেশ ২১ ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস হিসাবে পালন করা হয়। শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেরেন্দ্র কুমার জানান ভারতে বিভিন্ন ভাষাভাষীর লোকের বসবাস। সকলকে একসাথে বসবাস করতে হবে। নিজেদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। আন্তজাতিক ভাষা দিবসে এই বার্তা সকলের উদ্দেশ্যে দেন। এইদিনের বর্ণাঢ্য শোভা যাত্রায় রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সহ অন্যান্য দপ্তরের কর্মী।