স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : দুদিনের খোয়াই সফর শেষ করে মঙ্গলবার আগরতলা ফিরেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। বুধবার সকালে মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে যান তিনি। মহারাজগঞ্জ বাজার নিয়ে নানা সময় নানা অভিযোগ সংবাদমাধ্যমের শিরোনাম দখল করে। এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।
বাজার পরিদর্শনে গিয়ে রাজ্যপাল মাছ, মাংস, সবজি ও ফলের বাজার ঘুরে দেখেন। কথা বলেন বাজারের ব্যবসায়ীদের সাথে। সমস্ত জিনিস করতে দাম খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি তিনি বাজার করেন। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে বলেন, তিনি মহারাজ গঞ্জ বাজারে প্রথম এসেছেন। এটি রাজ্যের অন্যতম প্রধান বাজার। এদিন বাজারে এসে তিনি প্রত্যক্ষ করেছেন কিভাবে কানা বেচা চলছে। তিনি ক্রেতাদের উদ্দেশ্যে বলেন বাজারে এসে খাবার ক্রয় করার ক্ষেত্রে যাতে কেউ চিন্তা না করে, সমস্ত কিছু খাওয়ার প্রয়োজন রয়েছে। রাজ্যপাল পরিদর্শনে যাওয়ার পর এই দিন বাজার কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এবং বাজারে স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।