Sunday, February 16, 2025
বাড়িরাজ্যপরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থায় গুরুত্ব, কর্ণাটক থেকে ১৫০টি ই-রিক্সা আসছে ত্রিপুরায়

পরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থায় গুরুত্ব, কর্ণাটক থেকে ১৫০টি ই-রিক্সা আসছে ত্রিপুরায়


আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : পরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থার প্রচারের লক্ষ্যে ত্রিপুরায় গ্রামীণ এবং নগর এলাকায় পরিবহণ ব্যবস্থায় বৈপ্লবিক যুগের সূচনা হতে চলেছে। ত্রিপুরা সরকার কর্ণাটক থেকে ১৫০টি ইলেকট্রিক রিক্সা ক্রয় করছে। কম খরচে এবং জ্বালানি সাশ্রয়ে ওই বাহন দারুন উপযোগী হবে। ইতিমধ্যে কর্ণাটক থেকে ওই ই-রিক্সাগুলি ট্রেনে জিরানিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

কেন্দ্রীয় পেট্রোলিয়াম রাষ্ট্রমন্ত্রী রমেশ্বর তেলি এক টুইট বার্তায় জানান, ১৫০টি ই-রিক্সা কর্ণাটক থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তিনি লেখেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, দক্ষিণ পশ্চিম রেলওয়ে কর্ণাটকের বিবাদী থেকে ১৫০টি ইলেকট্রিক রিক্সার প্রথম চালান প্রস্তুত হয়ে গেছে। ওই চালান ত্রিপুরার জিরানিয়া রেল স্টেশনে নামবে।

ত্রিপুরার পরিবহণ দফতরের মতে, ওই ই-রিক্সাগুলি বিরাট সংখ্যায় বর্তমান রিক্সার স্থান নিতে পারবে। তাতে, যাত্রীরা উপকৃত হবেন। দফতরের জনৈক আধিকারিকের কথায়, ওই রিক্সাগুলি প্রবেশ বান্ধব, খরচের দিক দিয়ে সাশ্রয়ী এবং পরিবেশ দূষণ রোধে দারুন উপযোগী। শুধু তাই নয়, ওই বাহনে শব্দ দূষণেরও সম্ভাবনা নেই। ফলে, গ্রামীন এবং নগর এলাকায় পরিবহণ ক্ষেত্রে দারুন কার্যকর হবে, বলেন তিনি। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য