স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসকে সামনে রেখে আগরতলা শিক্ষাভবনের কনফারেন্স হলে বৃহস্পতিবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ , বাংলাদেশের সহকারী হাই কমিশনার , শিক্ষা দপ্তর আধিকারিক।
এই প্রস্তুতি সভা সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান প্রতিবছর শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম হবে না। শিক্ষা দপ্তর ও আগরতলা স্থিত বাংলাদেশ হাইকমিশন যৌথ ভাবে এই দিনটি উদযাপন করবে। সকালে একটি মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে পর রবীন্দ্রভবনে হবে মূল অনুষ্ঠান। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কলেজ ও বিশ্ব বিদ্যালয় স্তরের বৈঠক সম্পন্ন হয়েছে। এরপর হয় স্কুল স্তরের বৈঠক।