স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করার দাবি জানিয়ে তিপ্রা মথার পক্ষ থেকে রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। বৃহস্পতিবার জিরানিয়া মহকুমা শাসক অফিসে তিপ্রা মথার পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। দাবি সনদ তুলে দেওয়া হয় মহকুমা শাসকের হাতে। ডেপুটেশনে আগে কর্মী-সমর্থকরা একটি মিছিল সংঘটিত করে। উপস্থিত ছিলেন তিপ্রা মথার নেতা জগদীশ দেববর্মা।
তিনি জানান, অবিলম্বে ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করতে হবে। কারণ কোন একটি সংস্থায় যদি নির্বাচিত জনপ্রতিনিধি না থাকে তাহলে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বরাদ্দ করা হবে না। এতে উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটবে। দাবি জানানো হচ্ছে যেহেতু রাজ্যে পুর সংস্থা নির্বাচন, নগর পঞ্চায়েত নির্বাচন সংঘটিত হয়েছে, তাই অবিলম্বে যেন বঞ্চনা না করে ভিলেজ কমিটির নির্বাচন সংঘটিত করা হয়। কারণ দেশের অন্যান্য রাজ্য নির্বাচন সংঘটিত হচ্ছে। রাজ্যের শাসকদলের ভয় স্ব-শাসিত জেলা পরিষদে আগামী ২০২৩ -এর নির্বাচনে তিপ্রা মথার জনঢল নামবে। তাই ভিলেজ কমিটির নির্বাচন বিলম্ব করছে বলে অভিযোগ তুলেন তিনি। অবিলম্বে যদি নির্বাচন সংঘটিত না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তিনি। এদিন এছাড়াও প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রেবীত দেববর্মা, জেমস দেববর্মা সহ অন্যান্যরা।