স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : সাত সকালে হাত সাফাই করল চোরের দল। ডাক্তার দেখানোর জন্য নাম্বার নিতে গিয়েছিলেন এক বৃদ্ধা, বাড়ি ফিরে দেখেন ডাক্তার দেখানোর জন্য রাখা ৫ হাজার টাকা সহ স্বর্ণালংকার নিয়ে চম্পট দিয়েছে চোর। পাশাপাশি আরও একটি বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনা সংঘটিত হয়েছে পূর্ব থানাধীন ধলেশ্বর এলাকায়। জানা যায়, মঙ্গলবার ভোরে পূর্ব থানার অন্তর্গত ধলেশ্বর রোড নং ১৮-র পাশাপাশি দুই বাড়িতে চুরির ঘটনা সংগঠিত করে চোরের দল।
এলাকার এক বাড়িতে ভাড়া থাকতেন প্রয়াত অজিত চক্রবর্তীর স্ত্রী ও ছেলে। প্রয়াত অজিত চক্রবর্তীর স্ত্রী জানান, মঙ্গলবার ভোরে তিনি চিকিৎসকের চেম্বারে নাম লেখার জন্য যান। সেখানে নাম লেখার পর তিনি ভাড়া বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে দেখতে পায় ঘরের দরজা খোলা। ঘরে প্রবেশ করার পর দেখতে পায় ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘর থেকে ডাক্তার দেখানোর জন্য রাখা ৫ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরেরা। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে পুলিশের নিয়মিত টহলদারির অভাবে চুরির ঘটনা যে লাফিয়ে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।