Monday, January 13, 2025
বাড়িরাজ্যনব নির্মিত স্থায়ী জেটির ভার্চুয়াল উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী

নব নির্মিত স্থায়ী জেটির ভার্চুয়াল উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : মঙ্গলবার জলপথে বাংলাদেশের সাথে জুড়ে গেল ত্রিপুরা। এদিন ইংল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অব ইন্ডিয়ার উদ্যোগে সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোষ্টে ৬ কোটি ৯০ লক্ষ ৮৮ হাজার টাকা ব্যয় করে নব নির্মিত স্থায়ী জেটির উদ্বোধন হয়। কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও আভ্যন্তরীন জলপথ এবং আয়ুষ মন্ত্রকের মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে এর শুভ উদ্বোধন হয় জেটির।

শ্রীমন্তপুর স্থলবন্দরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পরিবহন দপ্তরের সচিব উত্তম চাকমা, ল্যান্ডপোর্ট অথরিটির আধিকারিক এবং সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকগণ। এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি আলোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানান্দ সোনোয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ দৃষ্টি দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রেখে বলেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যবাসীকে হীরা মডেল দিয়েছেন। হীরা মডেলের মধ্যে রয়েছে জলপথের সংযোগ। স্বপ্নেও ভাবা হয়নি যে জলপথে মাধ্যমে বাংলাদেশের সাথে ত্রিপুরার সংযোগ হবে। সরকারের আসার পর যখন এর কাজ শুরু হয়েছিল তখন মানুষ এইগুলি শুনলে হাসতো। কিন্তু আজ বড় জাহাজ না হলেও জলপথে ত্রিপুরা বাংলাদেশের সাথে জুড়ে গেছে। এটা বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরে তিনি স্থায়ী জেটি ঘুরে দেখেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য