Friday, February 14, 2025
বাড়িরাজ্যপ্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের সহধর্মিনী মিলন প্রভা মজুমদার

প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের সহধর্মিনী মিলন প্রভা মজুমদার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি :  প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের সহধর্মিনী। বৃহস্পতিবার সকাল ৯.১০ মিনিটে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিলন প্রভা মজুমদার। ৫ ফেব্রুয়ারি থেকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৪ ফেব্রুয়ারি আই সি ইউ -তে পাঠানো হয়। ৬ ফেব্রুয়ারি জি বি হাসপাতালে অসুস্থ মিলন প্রভা মজুমদারকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। গত কিছুদিন ধরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। তিনি প্রয়াত মিলন প্রভা মজুমদারের প্রতি শ্রদ্ধা জানায়। তিনি জানান ১৯৯৯ সালে মিলন প্রভা মজুমদারের সাথে প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করেছিলেন। তিনি সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ দিনের পরিচয়। উনার মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন বলে জানান তিনি।

পরে মৃতদেহ নিয়ে আসা হয় নিজ বাসভবনে। প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা জানান, সবার প্রিয় নেতা সুধীর রঞ্জন মজুমদারের সহধর্মিনী। চিকিৎসকদের বহু প্রচেষ্টার পরেও মৃত্যু হয়েছে। শ্রদ্ধা জানিয়ে শোক জ্ঞাপন করেন। পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান। মেয়র দীপক মজুমদারও খবর পেয়ে ছুটে যান। ১৯৮৬ সাল থেকে পরিচয় ছিল সুধীর রঞ্জন মজুমদারের পরিবারের সাথে। তিনি সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন। ১৯৯৫ সালে পুর নির্বাচনে টিকিট পেয়েছিলেন মিলন প্রভা মজুমদারের কৃতিত্বে।   

এদিকে খবর পেয়ে ছুটে যান তিপ্রা মথার নেতা জগদীশ দেববর্মা। তিনি শ্রদ্ধা জানিয়ে মিলন প্রভা মজুমদারের আত্মার সদগতি কামনা করে। এদিন বাসভবনে এছাড়াও শ্রদ্ধা জানাতে যান বর্তমান মুখ্যমন্ত্রী জায়া নিতি দেব, প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সুদীপ রায় বর্মন, আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য