Monday, February 10, 2025
বাড়িবিশ্ব সংবাদসীমান্ত খুলছে সিঙ্গাপুর, চালু হচ্ছে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ

সীমান্ত খুলছে সিঙ্গাপুর, চালু হচ্ছে কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি।  কোভিড-১৯ মহামারীর কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলছে সিঙ্গাপুর। এ মাস থেকে কোয়ারেন্টিন ছাড়াই হংকং, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ চালু হচ্ছে।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। ভ্রমণের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল সিঙ্গাপুর সরকার। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে ওইসব কড়াকড়ি তুলে নেওয়া হচ্ছে।দেশটি তাদের ‘ভ্যাক্সিনেটেড ট্রাভেল প্রোগ্রাম’ এর অধীনে কোটা বৃদ্ধির ঘোষণাও দিয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের দ্রুত সংক্রামক ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করলে গত ডিসেম্বরে সিঙ্গাপুর ওই কোটা হ্রাস করেছিল।সব ধরনের ভ্রমণকারীদের প্রবেশ বিধিও সুবিন্যস্ত করবে সিঙ্গাপুর। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, দীর্ঘমেয়াদে সিঙ্গাপুরে বসবাসের অনুমতি আছে এমন বাসিন্দাদের জন্য প্রবেশের অনুমতি পত্র দেখানোর বাধ্যবাধকতা তুলে নেয়া হচ্ছে। বিশেষজ্ঞদের জন্যও ভ্রমণ নিয়ম সহজ করা হচ্ছে।

তবে বিদেশ থেকে আসা শ্রমিক বিশেষ করে নির্মাণ এবং উৎপাদন খাতে যারা কাজ করেন তাদের প্রবেশের অনুপতিপত্র দেখাতে হবে। সিঙ্গাপুরে মঙ্গলবারও রেকর্ড ১৯ হাজার ১৭৯ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়। তবে তাদের বেশিরভাগেরই মৃদু বা উপসর্গহীন।সরকারের পক্ষ থেকে বলা হয়, সংক্রমণ এখনও নিয়ন্ত্রণের মধ্যেই আছে এবং সর্বপোরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা স্থিতিশীল আছে। এক সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্য এবং শিল্পমন্ত্রী গান কিম ইয়ং বলেন, ‘‘ওমিক্রনের বর্তমান ঢেউ আগামী কয়েক সপ্তাহের মধ্যে কমে না আসা পর্যন্ত সিঙ্গাপুরে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার নতুন রোগী শনাক্ত হবে।”

করোনাভাইরাসের ওমিক্রন ধরন দ্রুত ছড়ালেও এটিতে মৃত্যুর ঝুঁকি ততটা না থাকায় দেশের ভেতরে কোভিড বিধি কিছুটা শিথিল করার ঘোষণাও দেয়া হয়েছে।যেমন, আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের বেলায় নিয়মের বেড়াজাল খানিকটা কমছে। বিভিন্ন খাতে শ্রমিকদের নিয়মিত পরীক্ষাও তুলে দেওয়া হচ্ছে। এছাড়া, বাড়িতে এবং কর্মক্ষেত্রে সামাজিক দূরত্বও আর অতটা বজায় রাখতে হবে না।স্বাস্থ্যমন্ত্রী অং ই কুং বলেন, আইনি বাধ্যবাধকতার চাইতে এটা বরং এখন ব্যক্তির দায়িত্বজ্ঞনের উপর ছেড়ে দেওয়া হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য