স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : শনিবার আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে নগদ ৯ লক্ষ ৫৬ হাজার টাকা সহ মহারাষ্ট্রের এক মহিলা ও দুই পুরুষকে গ্রেপ্তার করা হয়। রেল পুলিশের পক্ষ থেকে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আদালতের নির্দেশে বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক পশ্চিম আগরতলা থানার পুলিশ সন্তোষ সীতারাম সিন্ডে নামে এক যুবককে গ্রেপ্তার করে।
পশ্চিম আগরতলা থানার ওসি জানান কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে নগদ টাকা সহ গ্রেপ্তার করা হয় সুধির, করিস্মা ও শ্রীমা সীতারাম সিন্ডেকে। আদালের নির্দেশে বর্তমানে তারা পুলিস রিমান্ডে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালানোর পর সন্তোষ সীতারাম সিন্ডের নামে বেড়িয়ে আসে। সন্তোষ সীতারাম সিন্ডে রাজধানীর কামান চৌমুহনী এলাকার এক দোকানে কাজ করে। মূলত সে স্বর্ণ গলানোর কাজ করে। পাশাপাশি সে স্বর্ণ ক্রয় বিক্রয় করে থাকে। ধৃতদের স্বীকারোক্তি মোতাবেক সন্তোষ সীতারাম সিন্ডেকে রবিবার রাতে গ্রেপ্তার করা হয়। সুধির, করিস্মা ও শ্রীমা সীতারাম সিন্ডে এই তিনজন সন্তোষ সীতারাম সিন্ডের নিকট আত্বিয়। রবিবার রাতে ধৃত সন্তোষ সীতারাম সিন্ডেকে সোমবার আদালতে সোপর্দ করে পুলিশ। জানা যায় ধৃতরা স্বর্ণ পাচার চক্রের সাথে যুক্ত।