স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : স্ত্রীকে মারধর করে রাস্তায় ফেলে রাখল স্বামী বলে অভিযোগ। রাস্তা থেকে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে গেল দমকল কর্মীরা।
ঘটনা মেলাঘর মোহনভোগ সংলগ্ন এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম মনির হোসেন। আহত গৃহবধূ পারভিন বিবির অভিযোগ মনির হোসেন তাকে বাড়ি থেকে মারধর করে মোহনভোগ – তৈবান্দাল চুন্দল এলাকায় সংজ্ঞাহীন অবস্থায় ফেলে চলে যায়, সঙ্গে পারভিন বিবির দুই বছর শিশুটিও ছিল। পরবর্তী সময় দমকল কর্মীরা এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। এবং আহত গৃহবধূকে হাসপাতাল নিয়ে আসে। গৃহবধূ অভিযোগ স্বামী প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। কিন্তু সুস্থ অবস্থায় তাকে মারধর করে। বাপের বাড়ি কালাপানিয়া এলাকায় হলেও গৃহবধূর মা বাবা থেকে শুরু করে কেউ নেই। বর্তমানে বিচার চাওয়ার জন্য তিনি কাজ সহযোগিতা নেবে সে বিষয়টি নিয়ে অসহায়। কিন্তু স্বামীর অত্যাচারে দিন দিন অতিষ্ঠ হয়ে পড়ছে। অভিযুক্ত স্বামী কারোর কথাই শুনছে না।