স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : রাজ্য থেকে প্রায় প্রতিদিন নিত্য নতুন কায়দায় বহিঃরাজ্যে পাচার করা হচ্ছে গাঁজা। পুলিশের চোখে ধুলো দিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচারে অনেক ক্ষেত্রে পাচারকারিরা সফল হলেও, বহু ক্ষেত্রে পাচারকারিরা ব্যর্থ হচ্ছে পুলিশের তৎপরতা ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কারনে। সোমবারও অভিনব কায়দায় গাঁজা পচার করতে গিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে বিহারের ৫ মহিলা ও এক জন পুরুষ লোক।
তাদের সাথে ছিল তিন বছর বয়সী এক শিশুও। তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৬ প্যাকেটে ১৭ কেজি ৭৫৬ গ্রাম গাঁজা। ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জানান এইদিন এক অটো চালক ধর্মনগর থানার পুলিশকে ফোন করে জানায় একটি অটোতে করে এক জন পুরুষ ও ৫ জন মহিলা ধর্মনগর আইএসবিটি-র সামনে এসেছে। তাদের সাথে থাকা ব্যাগে গাঁজা থাকতে পারে। তারা ধর্মনগর আইএসবিটি-র সামনে ঘুরাঘুরি করছে। সেই মোতাবেক ধর্মনগর থানার পুলিস ঘটনাস্থলে ছুটে যায়। এবং বিহারের ৫ মহিলা সহ একজন পুরুষ লোককে আটক করে।
তাদের কাছ থেকে ১৭ কেজি ৭৫৬ গ্রাম গাঁজা উদ্ধার হয়। তারা জিরানিয়া থেকে সড়কপথে কুমারঘাটে যায়। সেখান থেকে একটি অটোতে করে ধর্মনগর আইএসবিটি-র সামনে যায়। ধর্মনগর আইএসবিটি থেকে গাড়িতে করে তারা বিহারের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল। ধৃতদের এইদিন আদালতে সোপর্দ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। জানা যায়, বিহারে গাঁজার যথেষ্ট চাহিদা রয়েছে। তাই বিহারের একাংশ পাচারকারি বর্তমানে রাজ্য থেকে গাঁজা ক্রয় করে বিহারে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রয় করে। রাজ্য থেকে গাঁজা বিহারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মহিলা ও শিশুদের বেশি ব্যবহার করা হয়ে থাকে। সোমবার গাঁজা সহ পুলিশের হাতে ধৃতরা হল বিকাশ মণ্ডল, কবিতা দেবী, কাজল দেবী, রিঙ্কু দেবী, রঞ্জু দেবী ও সুমন দেবী। তাদের সকলের বাড়ি বিহারের করছিলাতে।