Friday, January 24, 2025
বাড়িরাজ্যগণতন্ত্র বাঁচবে কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর : শুভাশিস তলাপাত্র

গণতন্ত্র বাঁচবে কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর : শুভাশিস তলাপাত্র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : অল ত্রিপুরা ইউনিয়ন ত্রিপুরা স্টেট কমিটির উদ্যোগে ডেমোক্রেসি, সেকুলারিজ, জাস্টিস এবং সোশালিজমের উপর কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা মুক্তধারা অডিটরিয়ামে হয় এই দিনের কর্মশালা। কর্মশালা উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী পিভি সুরেন্দ্র নাথ সহ অন্যান্যরা।

এদিনের মূল আলোচ্য বিষয় ছিল “ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ কি তাদের কার্যকারিতা হারাচ্ছে? ” প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র বলেন, মানুষের কথা বলার স্বাধীনতা, ক্ষমতাবানদের প্রশ্ন করার স্বাধীনতা আজ আক্রান্ত। মানুষ এ বিষয়ে অবগত রয়েছে। গণতন্ত্র বাঁচবে কিনা সেটা নির্ভর করছে মানুষের উপর। তিনি আরো বলেন, মানুষকে সাংবিধানিক অধিকার দেওয়া বড় কথা নয়, সাংবিধানিক অধিকার মানুষ কতটা ভুগ করতে পারছে সেটা হল বড় কথা। তিনি বলেন সংবিধানের চতুর্থ পর্বে বলা হয়েছিল দেশের প্রত্যেকটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা কর্তব্যের মধ্যে পড়ে। এবং জনগণের পয়সা দিয়ে স্বাধীনতার পর যে সম্পত্তিগুলি দেশের স্বার্থে গড়ে উঠেছিল সেগুলি কেন এভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে? কিন্তু এই প্রশ্নগুলি যাতে না করতে পারে তার জন্য আইন আনা হয়েছে। ফলে মানুষ নিশ্চিত নয় কখন তার দরজায় পুলিশ কড়া নাড়বে! শুভাশিস তলাপাত্র আরো বলেন যাদের স্বাধীনতা আন্দোলনে ভূমিকা ছিল, তাদের কোণঠাসা করতে মুখোশ পরে আজ আবির্ভূত হয়েছে তারা। তাই মানুষকে সজাগ হতে আহ্বান জানান তিনি। এদিনের আলোচনায় দেশের এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য