স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ ফেব্রুয়ারি : সনাতন ধর্মে বহু পুরনো এবং লুপ্তপ্রায় একটি সংস্কৃতি হল বাঘের পুজো ও নৃত্য। প্রতি বছর মাঘ মাস থেকে এই নৃত্য গীত শুরু হয়।
এবারও আমবাসা জেলা পরিষদ অফিস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয় বাঘের পুজো এবং বাঘ সাঁজিয়ে নৃত্য গীত। গানের তালে তালে বাঘের সাজে মানুষের নৃত্য যথেষ্ট চমকদার বলা যায়। লুপ্তপ্রায় এই সংস্কৃতিকে ধরে রাখতে চাইছে অনেকে। তারই প্রতিফলন দেখা গেল ধলাই জেলার আমবাসায়। তারা চায়, এই পূজা বহু বছর পুরনো। মানুষ যখন সুন্দরবনে শিকার করতে যেত তখন রয়েল বেঙ্গল টাইগারকে শান্ত রাখার জন্য এই পূজা করতে হতো বলে জানান উদ্যোক্তারা।