স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : তিন দিন আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছিল ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা। সেদিন কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস শিয়ালদা থেকে আগরতলা আসার সময় ধর্মনগর রেলস্টেশনে দাঁড়ানোর পর ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা রেলের ভেতরে পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে। পুলিশ তদন্তে নেমে এই টাকার দাবিদারকে বের করতে না পেরে শুক্রবার আরপিএফ জোওয়ানদের হাতে তুলে দেয় বিশাল অর্থরাশি।
কিন্তু এরই মধ্যে শনিবার সকালে আগরতলা রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকেই ৯ লক্ষ ৫৬ হাজার টাকা সহ মহারাষ্ট্রের তিনজন আটক হয়। এর মধ্যে দুজন মহিলা রয়েছে। আগরতলা জিআরপি এবং আরপিএফ জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। ধৃতদের নাম বারাসু বাগমারা, করিশ্মা বাগমারে ও শিবা শিনি। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে প্রত্যেকের বাড়ি মহারাষ্ট্রে। তাদের কাছ থেকে পুলিশ জানতে পারে তিন দিন আগে তারা আগরতলা এসেছে। তবে তিন দিন আগে উদ্ধার হওয়া ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকার পর আজকের উদ্ধারের টাকা নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে সেই টাকাও উদ্ধার হয়েছিল। সেই টাকা সাথে তারা জড়িত রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায় তদন্ত শুরু হয়েছে। ধৃতদের আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।