স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছে গেছে। প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে এবং চূড়ান্ত প্রস্তুতির জন্য তৈরি হতে আইজিপি সৌমিত্র ধর শুক্রবার উত্তর জেলা সদর ধর্মনগরে যান।
শনিবার তিনি পুলিশ, বিএসএফ, টি.এস.আর, সি আর পি এফ -এর আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। পাশাপাশি তিনি বিভিন্ন থানা গুলি পরিদর্শন করবেন এবং নাকা পয়েন্টগুলিতে পুলিশ সঠিকভাবে কাজ করছে কিনা তাও পর্যবেক্ষণ করবেন। আগামী লোকসভা নির্বাচনে পুলিশ প্রশাসন বিভিন্ন ফোর্সকে কিভাবে মোতায়েন করবে ও কিভাবে কঠোরভাবে তল্লাশি করা হবে, তা নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন স্তরের আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় বলে জানান।