স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের ১০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা যুব চৌপাল কর্মসূচির আয়োজন করতে চলছে। এর অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রাজধানী আগরতলা স্থিত গীতাঞ্জলি অতিথি শালায় যুব মোর্চার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী, প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, যুব মোর্চার সাংগঠনিক বৈঠকে লোকসভা নির্বাচনের করণীয় কাজ ও জনসংযোগ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে নির্বাচনে যুব মোর্চার কর্মীদের পথ প্রদর্শন নির্ণয় করার দিক। পাশাপাশি আগামী দিনে কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের শুভেচ্ছা পত্র বিলি করা হবে। একই সঙ্গে যুব চৌপাল কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে যুব ভোটারদের সঙ্গে নিয়ে আলোচনা করা হবে। এই কর্মসূচি বুথ স্তর পর্যন্ত চলবে বলে জানান তিনি।