স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশনে এফিডেভিট বা নোটারি নিয়ে সমস্যা হচ্ছে। এই নোটারি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে একজন লোক ব্যবসা করে যাচ্ছে। তাই বুধবার আদালতে থেকে আইনজীবীরা গিয়ে ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশনের সঙ্গে এই বিষয়ে কথা বলেন।
অসীম কুমার বন্দোপাধ্যায় জানান বর্তমানে ম্যাডিকেলে ভর্তি পক্রিয়া চলছে। সেখানে বাধ্যতামুলক একটি বন্ড দিতে হয়। আদালতে অনেক নোটারি অফিসার আছেন। কিন্তু ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন থেকে বলা হচ্ছে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে করাতে হবে বলে প্রক্রিয়া চালু হয়ে আছে। অভিযোগটি এসেছে অভিভাবকদের কাছ থেকে। এই নোটারি করতে দিতে হবে ১৯০০ টাকা। অসামঞ্জস্য টাকা নিচ্ছেন সেই নোটারি অফিসার। এত টাকার প্রয়োজন হয় না। এদিন স্বশরীরে এসে এই বিষয়ে অভিযোগ জানানো হয়। এটা বন্ধ করার দাবিও জানানো হয়। যে কোন নোটারি অফিসার যাতে করতে পারেন তার প্রস্তাব দেওয়া হয় আইনজীবীদের পক্ষ থেকে। ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশনের অধিকর্তা একটি কপি তাদের কাছে দেন। এটা হচ্ছে না বলে জানায় ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন। এই বিষয়ে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হয় তার দিকে নজর থাকবে বলে জানান তারা। আর্থিক নয় ছয়ের অভিযোগ জানান।