স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ ফেব্রুয়ারি : হকার উচ্ছেদের নামে রাজ্য সরকারের অমানবিক স্বৈরাচারী ও জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং বাঁশ ব্যবসায়ীদের পূনর্বাসনের দাবিতে প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল সংঘটিত হয় বুধবার। এদিন মিছিলটি প্রদেশ তৃণমূল কংগ্রেস ক্যাম্প থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক।
তিনি সরকারের তীব্র সমালোচনা করে বলেন স্বৈরাচারী, জনবিরোধী সরকার দিনের-পর-দিন মানুষের উপর অত্যাচার, জুলুমবাজি, সন্ত্রাস নামিয়ে এনেছে। হকার, অটোচালক, টমটম চালক এবং বাঁশ ব্যবসায়ীদের উপরও আঘাত নামিয়ে এনেছে। সরকার মানুষকে কাজ দিচ্ছে না, বরং মানুষের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। মানুষের উপর অত্যাচার করছে এই সরকার বলে অভিযোগ তুলেন তিনি। মানুষ অর্থনৈতিক সমস্যা মধ্যে আছে। গ্রাম পাহাড় সর্বত্র অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে বলে জানান তিনি। কাজ দেওয়া তো দূরের কথা, গরিব মানুষের না খেয়ে মরতে হবে বলে জানান তিনি। তাই দাবি জানানো হচ্ছে হকার, অটো চালক, টমটম চালক সহ সকলের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে সরকারকে বলে জানান তিনি।