স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : অল্পতে মান বাঁচাল পশ্চিম আগরতলা থানার পুলিশের। সম্ভু পাল নামে এক অভিযুক্তকে সোমবার রাতে পুলিশ থানায় ধরে এনে আইজিএম হাসপাতালে নিয়ে যায় মেডিকেল করার জন্য। সেখান থেকে মেডিকেলের পর থানায় নিয়ে আসার সময় অভিযুক্ত পুলিশের গাড়ি থেকে ঝাঁপ দিয়ে ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তখন গাড়ি থেকে দুই টি এস আর জোয়ার লাফিয়ে নেমে দৌড়ে গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। তবে পুলিশের চরম গাফিলতির কারণে গাড়ি থেকে ঝাঁপ দিতে সক্ষম হয়েছিল অভিযুক্ত। পুলিশের এ ধরনের চরম গাফিলতির অভিযোগ আগেও বহুবার উঠেছে। কিন্তু পুলিশের সচেতন হওয়ার কোন নাম গন্ধও নেই।