স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : মঙ্গলবার উদ্যানপালন, ফ্লোরিকালচার এবং ইন-সিটু নালা ট্রিটমেন্ট পাইলট প্রকল্পের অন্তর্ভুক্ত বিবেকানন্দ শিশু উদ্যানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব ও অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শিশু উদ্যানটি ঘুরে দেখেন এবং সমস্ত কিছু খোঁজ খবর নেন। তারপর অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী মাগ দর্শনে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত, বিকশিত ত্রিপুরা নামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যবাসীকে সম্বোধন করবেন। আরো বলেন এই এলাকায় এই প্রজেক্টের মাধ্যমে উন্নয়ন করতে গিয়ে স্থানীয় কিছু মানুষের অসুবিধা হতে পারে। সেগুলি জোর জবরদস্তি করে সমাধান করা হবে না। মানুষকে সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে উন্নয়ন অবশ্যই হবে। মুখ্যমন্ত্রী আর বলেন, বর্তমানে দুর্নীতি করার কোন সুযোগ নেই। কারণ এটা ট্রান্সফারেন্সের সরকার। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্মীদের উদ্দেশ্যে বলেন শুধুমাত্র উন্নয়নমূলক কাজ হলেই চলবে না। উন্নয়নমূলক কাজের মাধ্যমে গড়ে ওঠা সমস্ত কিছুর রক্ষণাবেক্ষণও সঠিকভাবে করতে হবে। এর কাজও হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।