স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ ফেব্রুয়ারি : সরস্বতী পূজার আগের দিন বাজারের যখন ক্রেতাদের ঠাসা ভিড় তখন সদর মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল মহারাজগঞ্জ বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান চালায়।
অভিযানে সফলতা আসে প্রশাসনের। এদিন বাজারের দুটি দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ কেজি প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে। প্রশাসনের পক্ষ থেকে দুই দোকানদারকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান প্রতিনিয়ত জারি রয়েছে বলে দাবি করেন সদর মহকুমা ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক।