স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : ত্রিপুরার পর্যটন কেন্দ্রের উন্নয়নের জন্য যথেষ্ট আন্তরিক সরকার। কিভাবে পর্যটন কেন্দ্রগুলো আকর্ষণীয় করা যায় সেদিকে গুরুত্ব দিয়ে চলেছে। নিয়মিত বৈঠক করে পর্যটন কেন্দ্র গুলির উন্নয়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মধ্যে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অফ ডাইরেক্টরের বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার।
এইদিন স্টেট গেস্ট হাউসে আয়োজিত বৈঠকে পৌরহিত্য করেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব ইউ.কে চাকমা, দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা। এইদিন পর্যটন দপ্তরের একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের বোর্ড অফ ডাইরেক্টরের মিটিং প্রতি তিন মাস পর পর করা হয়ে থাকে। বৈঠকে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই গুলি পরবর্তী সময় বাস্তবায়িত করা হয়। পর্যটনকে একটি বিশেষ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পর্যটন দপ্তরের লক্ষ্য ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়া।