স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাফিকের কোন ধরনের নিয়ন্ত্রণ না থাকায় আবারো ফিল্মি কায়দায় বাইক চালাতে গিয়ে দুটি বাইকের মধ্যে সংঘর্ষ হয় সোমবার। ঘটনায় আহত হয় ৫ জন। আগরতলা-বিশালগড় সড়কে বাবুল চৌমুহনী এলাকায় সোমবার দুপুরে দুইটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গুরুতর ভাবে আহত হয় ৫ জন।
আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কা জনক। আহতদের উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর কর্মীরা। জানা যায় TR-01AJ-8195 নাম্বারে একটি পালসার বাইক আগরতলা থেকে বিশালগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিক থেকে TR-07A-7536 নাম্বারে একটি গ্লামার বাইক আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় আগরতলা-বিশালগড় সড়কের বাবুল চৌমুহনি এলাকায় বাইক দুইটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুই বাইকে থাকা চালক সহ মোট ৪ জন রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত একটি বাইক ছিটকে গিয়ে এক পথচারীকে ধাক্কা মারে। এতে সেই পথ চলতি ব্যক্তিও আহত হয়। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে প্রত্যক্ষদর্শীরা আশঙ্কা জনক অবস্থায় তিন জনকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে দমকল বাহিনীর কর্মীরা আহত বাকি দুই জনকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।