স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ ফেব্রুয়ারি : সোমবার আগরতলা অভয়নগরে নবনির্মিত রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং পলি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এর উদ্বোধন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্যরা। এইদিন প্রথমে প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস।
পরে তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নবনির্মিত রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং পলি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নবনির্মিত রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং পলি ক্লিনিকের উদ্বোধন করে মন্ত্রী সুধাংশু দাস জানান প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে রাজ্যিক প্রাণী হাসপাতাল এবং পলি ক্লিনিক ভবন নির্মাণ করা হয়েছে। পশুর চিকিৎসার জন্য যে ধরনের পরিকাঠামো প্রয়োজন তা সেখানে গড়ে তোলা হয়েছে। তিনি আশা ব্যক্ত করেন, পরিকাঠামো গড়ে তোলার ফলে পশু চিকিৎসক থেকে শুরু করে দপ্তরের অফিসারদের কাজ করতে সুবিধা হবে।