স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : রাজধানীর কৃষ্ণনগর ঠাকুর পল্লী রোড এলাকায় এক বাড়িতে ঘরের ফলস সিলিং কেটে থাবা বসাল চোরের দল। নিয়ে যায় কিছু স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। বাড়ির কর্ণধার শুভ্রজিত দাস পেশায় ব্যাংক ম্যানেজার। তিনি পরিবারকে নিয়ে গত ৮ ফেব্রুয়ারি গোহাটিতে গিয়েছিলেন। ৯ ফেব্রুয়ারি পাশের বাড়ির লোকজন ফোন করে জানায় তাদের ঘরের দরজা খোলা।
যথারীতি বাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে যায়। রবিবার বাড়ি ফিরে শুভ্রজিৎ দাসের পরিবার প্রত্যক্ষ করে ঘরের সমস্ত কিছু লন্ড ভন্ড। ফলস সিলিং কাটা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ছুটে এসে একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শুভজিৎ দাসের ধারণা অনেকটাই কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি এবং রং মিস্ত্রির দিকে। তারা নাকি গত দু’মাস আগে তাদের বাড়িতে কাজ করেছিল। সন্দেহ যারা কাজ করেছেন তারা সকলেই ঘরের প্রত্যেকটি কক্ষে ঘোরাফেরা করেছেন। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।