Saturday, January 25, 2025
বাড়িরাজ্যঅনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধের ঘোষণার সমর্থন করলো না টি ওয়াই...

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও সড়ক অবরোধের ঘোষণার সমর্থন করলো না টি ওয়াই এফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : ককবরক পরীক্ষার উত্তরপত্র যাতে বাংলা এবং রোমান হরফের ছাত্র-ছাত্রীরা লিখতে পারে তার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরির ইতিমধ্যেই আশ্বস্ত করা দরকার। যাতে পরীক্ষার্থীরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে পারে।

 রবিবার টি ওয়াই এফ -এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। তিনি বলেন, ককবরক ভাষার পরীক্ষায় রোমাণ হরফে লেখার দাবি তারা সমর্থন করে। কিন্তু একটি সংগঠনের পক্ষ থেকে যে আন্দোলনের ঘোষণা করা হয়েছে, তাতে ৪০ লক্ষ রাজ্যবাসী সমস্যা বাড়বে। তাই দ্রুত কোন সিদ্ধান্ত না নিয়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন সংগঠিত করতে সেই সংগঠনগুলোর উদ্দেশ্যে আহ্বান জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধান নিয়ে কোন কথা নেই। বেকারদের চাকুরি নিয়ে কোন উদ্যোগ নেই এবং শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কোন হেলদোল নেই। এমনকি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করারও কোন ব্যবস্থা নেই সরকারের। তা বারবারই প্রমাণিত হচ্ছে বর্তমান সরকারের জমানায়। অভিযোগ তুলে বলেন, ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কাঞ্চনপুর মহকুমা বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেছে, রাস্তাঘাটে মেরামত নেই, রেগার কাজ মিলছে না। ভাবতে অবাক লাগে অভাবের তাড়নায় সাড়ে তিন হাজার টাকার বিনিময়ে সন্তান বিক্রি করে দিচ্ছে। কতটা অভাব অনটনের শিকার হচ্ছে মানুষ সে বিষয় নিয়ে সরকারের দিকে আঙ্গুল তোলেন তিনি। এবং তিনি কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারি টি ওয়াই এফ -এর ৫৮ তম প্রতিষ্ঠা দিবস। সারা রাজ্যে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য