Sunday, January 19, 2025
বাড়িরাজ্যগ্রাম চলো অভিযানে গেলেন মেয়র

গ্রাম চলো অভিযানে গেলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে পৌঁছানোর জন্য জনসংযোগ কর্মসূচি হিসেবে হাতিয়ার করেছে “গ্রাম চলো অভিযান।” এর অঙ্গ হিসেবে রবিবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ১৮ নং বুথে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি গ্রাম চলো অভিযানে গিয়ে এলাকাবাসীর খোঁজখবর নেন। মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

লাভার্থীদের কাছ থেকে খোঁজখবর নেন সরকারি সুযোগ-সুবিধা তারা সঠিকভাবে পেয়েছেন কিনা। পাশাপাশি এলাকায় একটি মসজিদ এবং একটি রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে মত বিনিময় করেন। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মেয়র বলেন, মানুষের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানা গেছে এলাকায় মানুষ সঠিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর, পানীয় জলের সুবিধা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পেরেছে। এবং তৃতীয়বারের জন্য সবাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সঠিকভাবে সরকারি সুযোগ-সুবিধা পেয়ে সকলে খুশি। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে। মেয়রের সাথে ছিলেন স্থানীয় ৩৫ নং ওয়ার্ডের কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্যী, জসীম উদ্দীন সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য