Tuesday, December 3, 2024
বাড়িরাজ্যআন্দোলন করলেই সরকার দাবি মেনে নেবে : টি আই এস এফ

আন্দোলন করলেই সরকার দাবি মেনে নেবে : টি আই এস এফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ফেব্রুয়ারি : অনির্দিষ্ট কালের জন্য আসাম – আগরতলা জাতীয় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অব্যাহত রাখল টি আই এস এফ। ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রেও যেতে দেওয়া হবে না বলে রবিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান টি আই এস এফ -এর সম্পাদক সাজড়া দেববর্মা। আগরতলা মানিক্য কোর্টে সাংবাদিক সম্মেলনে টি আই এস এফ -এর সম্পাদক সাজড়া দেববর্মা জানান, ককবরক ভাষার প্রশ্নপত্রের উত্তর রোমান হরফে লেখার দাবি নিয়ে ছাত্র সংগঠন টিআইএসএফ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে।

একই সঙ্গে ঘোষণা দিয়েছে রেললাইন আটকে দেওয়ার। তবে এর আওতার বাইরে থাকবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, দুধ ও পানীয় জলের গাড়ি সহ বিয়ের গাড়ি। এদিন ছাত্র-ছাত্রীদের পরীক্ষা রয়েছে। পরীক্ষা কেন্দ্রে ছাত্র ছাত্রীদের যেতে দেওয়া হবে না বলে জানান তিনি। সংবাদিকের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের স্বার্থে যেহেতু এই আন্দোলন তাই তারা ছাত্রছাত্রীদেরও পরীক্ষা কেন্দ্রে যেতে দেবে না। এই উত্তরের পর জানতে চাওয়া হয় তাহলে ছাত্রছাত্রীরা যদি ফেল করে তাহলে এর দায় কে নেবে? পাল্টা উত্তরে টি আই এস এফ -এর সম্পাদক সাজড়া দেববর্মা জানান, যারা পরীক্ষায় বসবে তারা রোমান হরফে লিখতে না পারলে তাহলে তারা যখন ফেল করবে তখন তাদের দায় কে নেবে ? ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হবে। সরকারের কাছে বহুবার নিয়মিত দাবি করা পরেও সরকার দাবি মানতে চায় না। তাই আন্দোলন করে সরকারের কাছ থেকে দাবি পূরণ করতে চাইছে বলে জানান। আর এটাই একমাত্র তাদের সমস্যা সমাধানের রাস্তা বলে মনে করছে তারা। কারণ পূর্বের সমস্যার বিষয়ে তুলে ধরে বলেন, পূর্বে সমস্যার সমাধান হয়েছে একমাত্র পথ অবরোধ করে আন্দোলনের পর। তখন সরকার সমস্যার সমাধান করতে তাদের কাছে যায় বলে জানান এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য