Tuesday, January 14, 2025
বাড়িরাজ্যত্রিপুরা রাজ্যে মেডিক্যাল হাব গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : মুখ্যমন্ত্রী

ত্রিপুরা রাজ্যে মেডিক্যাল হাব গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : শনিবার কমলপুর শান্তির বাজার কমিটি হলে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এলাকার বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, রাজ্যের বহু মানুষ রয়েছে যাদের আয়ুষ্মান কার্ড নেই। তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এইবারের বাজেটে তার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে।

১৫ ফেব্রুয়ারি থেকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড প্রদান শুরু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন এই কার্ড যাদের কাছে থাকবে তারা বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে সাহায্য পাবে। ত্রিপুরা রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। আমবাসা মহকুমায় একটি মেডিক্যাল কলেজ স্থাপন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যে মেডিক্যাল হাব গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নার্সিং কলেজ চালু করা হয়েছে। চিকিৎসকদের সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন ডাবল ইঞ্জিনের সরকার মানুষের মৌলিক সমস্যা গুলি সমাধানের চেষ্টা করে যাচ্ছে। বর্তমান রাজ্য সরকার মানুষের সমস্যার সমাধান করে সরকারে থাকতে চায়।এইদিনের মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না দাস পাল, প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য