স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রীর দুয়ারে বারবার ঘুরেও অ্যাসিড আক্রান্ত গৃহবধূ চিকিৎসার সাহায্য পাচ্ছেন না। জানা যায়, উদয়পুর মহকুমার খিলপাড়ার বাসিন্দা আব্দুল মজিদের মেয়ে রীনা বেগম ওরফে আয়েশার সঙ্গে প্রায় নয় বছর আগে বিয়ে হয় বাগমা বগাবাসার বাসিন্দা আনোয়ার হোসেনের ।
তাদের বর্তমানে একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। পাঁচ-ছয় মাস আগে নেশাগ্রস্থ আনোয়ার নেশার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে। কিন্তু স্ত্রী দিতে রাজি হয়নি। এরপরই ঘরে থাকা অ্যাসিডের ড্রাম থেকে স্ত্রী আয়েশার মুখ সহ শরীরের নানা অংশে অ্যাসিড ঢেলে দেয় আনোয়ার। এতে মারাত্মকভাবে যখম হয় আয়েশা। তারপর পুলিশ পর্যন্ত গড়ায় বিষয়টি। কিন্তু আয়েশার চিকিৎসার বিষয়ে তেমন কিছু হয়নি। আয়েশা সাংবাদিকদের জানান, তিনি তার সন্তানদের জন্য বাঁচতে চান।
অ্যাসিড নিক্ষেপের ফলে তার শরীরের নানা জায়গায় ক্ষত রয়ে গেছে। অপারেশন লাগবে। চিকিৎসার সাহায্যের জন্য বিধায়ক, মন্ত্রীদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। শেষ পর্যন্ত কোন জায়গায় সাহায্য না পেয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সরকারী বাসভবনে গিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তার চিকিৎসার জন্য কেউ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।