Friday, September 13, 2024
বাড়িরাজ্যএ আই ডি ওয়াই ও যোগ দিতে রওয়ানা হয় রেলে

এ আই ডি ওয়াই ও যোগ দিতে রওয়ানা হয় রেলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : জাতীয় স্তরে এবং রাজ্যস্তরে বেকার সমস্যা দিন দিন বেজে চলেছে। এর প্রতিবাদ জানাল এ আই ডি ওয়াই ও।

ভয়াবহ বেকার সমস্যার তথা যুব সমাজের জ্বলন্ত সমস্যার সমাধান এবং মাদক এবং ড্রাগস সহ অশ্লীল প্রচার বন্ধ করার দাবিতে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে নিয়ে এক যুব কনভেনশন  হতে চলেছে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে। এ আই ডি ওয়াই ও এই যুব কনভেনশনের উদ্যোক্তা।

এই কনভেনশনে যোগ দেওয়ার লক্ষ্যে সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির প্রতিনিধিরা শনিবার রেল যোগে রওনা হলেন গুয়াহাটির উদ্দেশ্যে। এই যুব কনভেনশনে তাদের মূল দাবি হচ্ছে অবিলম্বে কেন্দ্র এবং রাজ্যের সমস্ত শূন্য পদ বন্ধ করা, যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান সংগঠনের রাজ্য সভাপতি ভবতোষ দে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য