স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের উদ্যোগে শনিবার রাজধানীর রাজপথে সুবিশাল শোভাযাত্রা সংগঠিত করা হয়। ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহা মন্ডলের ২৫ বছর পূর্তি উপলক্ষে আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের মাঠ থেকে বৈষ্ণব ধর্মাবলম্বীরা এই সুবিশাল শোভাযাত্রা শুরু করে।
শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের এই সদস্য জানান ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহা মন্ডলের ২৫ বছর পূর্তি উপলক্ষে এইদিনের শোভাযাত্রা সংগঠিত করা হয়েছে। ৫১৪ বছর পূর্বে মাঘ মাসে সন্ন্যাসী হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু। তাই এইদিন শান্তির বার্তা ছড়িয়ে দিতে এইদিন শোভাযাত্রা সংগঠিত করা হয়েছে।