স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার কথা এখনই ভাবছে না তিপ্রা মথা। এবিষয়ে বাইরে যতই আলোচনা হচ্ছে, তা অপপ্রচার ছাড়া কিছুই নয়। আজ স্পষ্টতই এ কথা জানালেন দলের নেতা তথা এডিসির অন্যতম কার্যনির্বাহী সদস্য অনিমেষ দেববর্মা।
তিনি বলেন রাজনৈতিক যে রাজনৈতিক দল তাদের গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে সহমত পোষণ করবে বা জনজাতিদের সার্বিক উন্নয়নে নির্দিষ্ট প্রতিশ্রুতি থাকবে, তাদের সঙ্গেই প্রকাশ্যে আলোচনা হবে। পেছনের দরজা দিয়ে কোনো আলোচনা নয় বলে জানালেন শ্রীদেববর্মা।তিনি বলেন এডিসিতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। মানুষের হয়ে কাজ করছে এডিসি প্রশাসন। এ অবস্থায় আসন্ন নির্বাচন গুলোতেও জনগণের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে দল। তিনি স্পষ্টতই অস্বীকার করেন যে বিজেপি কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনা হয়নি। সাদাকালো ভাবেই লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পরেই জোটের পক্ষে ভাবনা চিন্তা করবে বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য সুদীপ রায় বর্মন, আসিষ সাহাদের কংগ্রেসে যোগদানের পর মথার সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। এ ব্যাপারে কংগ্রেসের পক্ষ থেকে নীরবতা অবলম্বন করা হলেও, আজ প্রকাশ্যে এসে নিজেদের অবস্থান স্পষ্ট করল এডিসির শাসক দল।