স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : উত্তর-পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে চলেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমগ্র উত্তর পূর্বাঞ্চল সমস্ত ক্ষেত্রে দ্রুত উন্নতি সাধন করে চলেছে। এর আগে কংগ্রেস শাসনের সময় উত্তর পূর্বাঞ্চল উপেক্ষিত ছিল। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে তাঁকে স্বাগত জানান প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা। ছিলেন মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী। ১৯৫২ সাল থেকে কংগ্রেস ও তার সহযোগী দল গুলির শাসন কালে উত্তর পূর্বাঞ্চলকে অবজ্ঞা করা হয়।
কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদী উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছে। ৮ টি রাজ্য নতুন করে দিশা পেয়েছে। কেন্দ্রীয় প্রকল্প গুলির সঠিক বাস্তবায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন নিয়মিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে সফর করার জন্য। প্রকল্প গুলি যাতে দ্রুত বাস্তবায়িত হয় তার জন্য এই নির্দেশ দেন তিনি। এরপর সিনিয়ার আই এ এস অফিসারেরা উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। এই সমস্ত কিছুর মাধ্যমে এখন উত্তর পূর্বাঞ্চল ঘুরে দেড়াচ্ছে দেশের মানচিত্রে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী হিসাবে দেখেন। এখানে সমস্ত সম্পদের পরিপূর্ণতা আছে। ভারতের উন্নয়নে আগামী দিনে উত্তর পূর্বাঞ্চল বড় ভুমিকা নেবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য গুলির ন্যায় ত্রিপুরায় দ্রুত গতিতে উন্নয়ন ঘটছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করছে। নেশা মুক্ত রাজ্য দেশের মধ্যে হিসাবে গড়ে তুলতে রাজ্য সরকারের ভূমিকা প্রশংসনীয়।
কৃষকদের দক্ষতাকে কাজে লাগানোর ফলে এই রাজ্যের ৩ লক্ষের উপর কৃষকের উৎপাদিত ফসল বিক্রি করে অর্থনৈতিক উন্নতি ঘটছে। আগে রাজ্যের মানুষকে অসুবিধার সম্মুখীন হতে দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারনে বলে জানান সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় বাজেটা থাকা সুবিধা গুলি নেওয়ার দারুন সুযোগ রয়েছে রাজ্য সরকার ও রাজ্যবাসীর ক্ষেত্রে। এখন ত্রিপুরার উন্নয়ন পরিলক্ষিত হয়। দেশের মধ্যে এখন ত্রিপুরার সাফলতা নিয়ে আলোচনা হয়। সমাজের প্রতিটি ক্ষেত্রের এক হয়ে কাজ করা, শান্তি ও সৌভাতৃত্ব এই সাফল্য এনেদিয়েছে। তবে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভূমিকা প্রশংসনীয় বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ভারত বর্ষের ইতিহাসে এই প্রথম উত্তর পূর্বাঞ্চল থেকে ৫ জন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্য হয়েছেন। এটা প্রধানমন্ত্রীর উত্তর পূর্বাঞ্চলকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ ও ভালবাসার নিদর্শন বলে জানান তিনি। এবার দায়িত্ব বেড়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের যারা উত্তর পূর্বাঞ্চল থেকে প্রতিনিধিত্ব করেন বলেও জানান তিনি। আন্তর্জাতিক ক্ষেত্রে এখন উত্তর পূর্বাঞ্চলের সমস্ত কিছু প্রচার করা হচ্ছে। এটা প্রধানমন্ত্রী স্বচ্ছ মার্গ দর্শনে সম্ভব হয়েছে। বর্তমান বাজেট দেশের মানুষের কাছে সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে। আগামী ২৫ বছর ভারত কিভাবে নির্মাণ হবে তার লক্ষ্যমাত্রা রয়েছে এই বাজেটে। আত্ম নির্ভর ও স্ব শক্ত ভারত হিসাবে আন্তর্জাতিক ক্ষেত্রে উঠে আসবে ভারত। প্রধানমন্ত্রী গতিশক্তি পরিকল্পনা সেই জন্যই নেওয়া হয়েছে। এটা ভারতে প্রথম হতে যাচ্ছে। এতে করে সমস্ত মন্ত্রক এক হয়ে উন্নয়নের লক্ষ্যে সময় নির্ধারণ করে কাজ করছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।