Sunday, September 8, 2024
বাড়িরাজ্যটেট উত্তীর্ণ যুবকদের বিক্ষোভ

টেট উত্তীর্ণ যুবকদের বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিন পরেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচন। এর আগে চাকরির প্রত্যাশী টেট উত্তীর্ণ যুবকদের হাতে অফার মিলবে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে।

জানা যায়, শুক্রবার ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জন বেকার যুবক-যুবতীরা শুক্রবার ফের একবার এলিমেন্টারি এডুকেশনের অধিকর্তা শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করতে যায়। কিন্তু এইদিন তারা দপ্তরের অধিকর্তার সাথে দেখা করতে ব্যর্থ হয়। কারন দপ্তরের অধিকর্তা এইদিন অফিসে অনুপস্থিত ছিলেন। ফলে বাধ্য হয়ে এইদিন তারা দপ্তরের অন্যান্য আধিকারিকদের সাথে দেখা করে। এবং তাদের দাবি গুলি তুলে ধরে। ২০২২ সালের টেট উত্তীর্ণ এক যুবক জানায় এইদিন তারা দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে জানতে পেরেছে তাদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে কাজ চলছে। যতটা সম্ভব দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে তাদের দাবি লোকসভা নির্বাচনের আগে তাদেরকে নিয়োগ করা হোক। কারণ লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে তারা আগামী কয়েক মাসের জন্য আবার ও হতাশায় ভুগবে। নিয়োগ প্রক্রিয়া পুনরায় স্থগিত হয়ে পড়বে বলে জানায় তারা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য