স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : পুলিশ পরিচয় দিয়ে চুরি করতে গিয়ে স্থানীয় লোকের ধাওয়া খেয়ে পালিয়ে গেল চোর। ফেলে রেখে গেছে বাইক। ঘটনা বৃহস্পতিবার রাতে বিশালগড়ের নদীলাক এলাকায়। স্থানীয় এক ব্যক্তি জানান বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে নদীলাক এলাকা থেকে একটি বাইক নিয়ে যাওয়ার জন্য আসে।
আগেই বাইকটি নদীলাক এলাকায় নিয়ে ঢেকে রাখা হয়। পুলিশ পরিচয় দিয়ে ঐ চোর এলাকাবাসিদের জানায় দুইজন চোর এলাকায় প্রবেশ করেছে। তখন এলাকাবাসিরা জানায় পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এলাকায় আসছে। এলাকাবাসিদের মুখ থেকে এই কথা শুনার পর পুলিশ পরিচয় দিয়ে আসা ঐ ব্যক্তি এলাকা থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে বাইকটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।