স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার ইঙ্গিতের পর এবার অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক বন্ধ করে দেওয়ার হুমকি টি আই এস এফ -এর। তাদের দাবি ককবরক ভাষার পরীক্ষায় রোমান হরফে উত্তরপত্র লেখার সুযোগ করে দেওয়া। রাজধানীর মানিক্য কোর্টে শুক্রবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে অনির্দিষ্ট কালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল লাইন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিল।
সাংবাদিক সম্মেলনে টিআইএসএফ নেতৃত্ব অভিযোগ করে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী রোমান স্ক্রিপ্ট নিয়ে তার বক্তব্য বদল করে চলেছেন। এই কারণেই অনির্দিষ্ট কালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেললাইন বন্ধের ঘোষণা দিয়েছে তারা। যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে এই আন্দোলন।
তাদের দাবি ককবরক ভাষার উত্তর পত্র রোমান হরফে লেখা যাবে এই বিষয়ে লিখিত দিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে। তাদের অভিযোগ সংবিধানের স্বাধীনতার অধিকারকে অবমাননা করা হচ্ছে। অবমাননা করা হচ্ছে ২০২০ শিক্ষা নীতিকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেহেতু আঞ্চলিক শিক্ষা এবং আঞ্চলিক ভাষার প্রসারের লক্ষ্যে ২০২০ শিক্ষা পদ্ধতি চালু করতে চাইছেন, সেই হিসেবে ত্রিপুরায় কেন এই শিক্ষা পদ্ধতি চালু করা হচ্ছে না কিংবা কারা চালু করতে চাইছে না এর স্পষ্টিকরণ চেয়েছেন টিআইএসএফ ছাত্র সংগঠন। প্রশ্ন কার উস্কানিতে এ ধরনের পথ অবলম্বন করছে জনজাতি ছাত্র সংগঠন এবং এর পরিণতি কি হবে?