স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : শুক্রবার দুপুরে খোয়াইতে বড় সাফল্য লক্ষ্য করা যাবে পুলিশের। এদিন পুলিশ খবর পায় খোয়াই মধ্য গণকি এলাকার বাসিন্দা বিষ্ণু দেবনাথ নামে এক যুবক নেশা সামগ্রী বিক্রি করার জন্য খোয়াই জেলা হাসপাতাল সংলগ্ন জি এ বি চৌহমুনীতে নেশা সামগ্রী বিক্রি করতে আসবে।
সেই খবরের ভিত্তিতে সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে সাদা পোশাকে একদল পুলিশ উৎপেতে বসে থাকে জি এ বি চৌহমুনী এলাকায়। আর কিছুক্ষণ পর উৎপেতে থাকা পুলিশের দল নেশা সামগ্রী বিক্রি করার সময় বিষ্ণু দেবনাথ এবং তুফান দেববর্মাকে নেশা সামগ্রী সহ আটক করে। তাদের কাছ থেকে ২৯০ টি ব্রাউন সুগারের কৌটা, নগদ ১২৪০ টাকা এবং তিনটি মোবাইল উদ্ধার করে। শেষে তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করে বলে জানান খোয়াই সুভাষ পার্ক পুলিশ ফারির ওসি রঞ্জিত সরকার।