স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : আগরতলা পুর নিগমের উচ্ছেদ নিয়মিত জারি রয়েছে আগরতলা শহরে। মঙ্গলবারও আগরতলা পুর নিগমের দক্ষিন জোনের উদ্যোগে নাগেরজলায় বেআইনিভাবে রাস্তার পাশে দেওয়া দোকান গুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
পুরনিগম তাদেরকে বারে বারে নোটিশ দেওয়ার পরেও কোন ধরনের ব্যবস্থা উদ্যোগ ছিল না ব্যবসায়ীদের। অবশেষে এদিন পুর নিগমের নির্দেশে উড়াল পুলের ৩৬ নং পিলার সংলগ্ন স্থানে অবৈধ ভাবে সরকারী জায়গা দখল করে ব্যবসাকারীদের দোকান গুলি ভেঙ্গে দেওয়া হয়। প্রায় ১৬ টি দোকান এদিন ভেঙ্গে দেওয়া হয়। নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই অভিযান চালানো হয়েছে বলে পুর নিগমের এক কর্মী। নাগেরজলা সুলভের বা পাশে বিকল্প জায়গা দেওয়ার পরেও তারা যেতে রাজী হয়নি। তাই নিগম কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এই অভিযান চালানো হয়। কিছু মানুষ বাঁধা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে তারা পরে সরে যায়। কোন ভাবেই নাগরিক স্বাচ্ছন্দ্যকে ব্যাঘাত ঘটানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।