স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে রাস্তায় নামল বাম ছাত্র যুব সংগঠন। সোমবার ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ, এস এফ আই এবং টি এস ইউ আগরতলা শহরে একটি মিছিল সংঘটিত করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ৬০ লক্ষ শূন্যপদ পূরণের দাবি জানায়।
ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান কেন্দ্রীয় সরকার ২০২২-২৩ -এর জন্য যে বাজেট পেশ করেছে, তাতে লক্ষ্য করা যায় বেকার যুবক-যুবতীদের জন্য তাদের কোন ভূমিকা নেই। নিষ্ঠুর যন্ত্রণায় নিয়ে দেশে যৌবনরা দাঁড়িয়ে আছে। আর কেন্দ্রীয় সরকারের বাজেটে কর্মসংস্থানের কোনো পরিকল্পনা নেই। রেগার বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। শহরাঞ্চলে জন্য কোন প্রকল্প তৈরি করার উদ্যোগ নেই। দেশের পাশাপাশি রাজ্য বেকার সংখ্যা মারাত্মক আকার ধারণ করছে। নিয়োগ প্রক্রিয়া নেই বললেই চলে। বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষক এবং আরক্ষা দপ্তরে কিছু শুন্যপদ পূরণ করা হয়েছে। কিন্তু বিভিন্ন দপ্তরে বহু শূন্যপদ থাকার পরও সরকারের পূরণ করার কোন উদ্যোগ নেই। এমনকি বেকারদের সাথে রাজ্য সরকার প্রতারণা করে চলেছে। জিআরএস -এর ফল প্রকাশ করা হচ্ছে না। অনুরূপভাবে জে আর বি টি -র গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশ করা হচ্ছে না। তাই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ভূমিকা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে শামিল হয়েছে বলে জানান তিনি।