Saturday, February 8, 2025
বাড়িবিশ্ব সংবাদরাশিয়ার আগ্রাসনের পরিকল্পনা করার প্রমাণ বেশ স্পষ্ট: জনসন

রাশিয়ার আগ্রাসনের পরিকল্পনা করার প্রমাণ বেশ স্পষ্ট: জনসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি :  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়া যে ইউক্রেইনে হামলার পরিকল্পনা করছে, সেই ‘প্রমাণ বেশ স্পষ্ট’।স্কটল্যান্ডে এক সফরে তিনি বলেন, ইউক্রেইন সীমান্তে সেনা সমাবেশ ঘটছে এবং অন্য সব ধরনের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে, জোর প্রস্তুতি চলছে।জনসন বলেন, “পরিস্থিতি খুবই বিপজ্জনক এবং জটিল। তবে প্রেসিডেন্টের (ভ্লাদিমির পুতিন) সরে আসার সময় এখনও আছে।”

তিনি রাশিয়াকে আরও আলোচনার জন্য আহ্বান জানানোর পাশাপাশি বিপর্যয়কর আগ্রাসন এড়ানোর ডাক দেন বলে জানিয়েছে বিবিসি।ইউক্রেইন সংকট নিয়ে উত্তেজনা প্রশমনের চেষ্টায় বিশ্বের দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে। কিন্তু রাশিয়া ইউক্রেইন সীমান্ত থেকে সরে আসবে এমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না বলেই জানিয়েছে ১০ নং ডাউনিং স্ট্রিট।আগ্রাসনের আশঙ্কায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় গভীরভাবে উদ্বিগ্ন। বরিস জনসনের মুখপাত্র বলেছেন, “যুক্তরাজ্য আলোচনার মধ্য দিয়ে রাশিয়াকে এই পথ থেকে সরাতে সম্ভাব্য প্রতিটি পথেই সমাধান খোঁজার চেষ্টা চালাবে।”ওদিকে, প্রধানমন্ত্রী জনসন তার প্রতিরক্ষামন্ত্রীর কথা সমর্থন করে বলেছেন, পশ্চিমাদেরকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে সবার এক থাকাটা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য