স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ ফেব্রুয়ারি : সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আর এর বিরুদ্ধে সারাদেশে মানুষ ক্ষোভে ফুঁসছে। তাই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়ে সোমবার সন্ধ্যায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে পোস্ট অফিস চৌমুহনি এলাকায় বিক্ষোভ দেখানো হয়।
বিক্ষোভের পর প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা জানান, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার জমি কেলেঙ্কারি সামনে এসেছে। তাই তিনি এর থেকে বাঁচার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছেন। তাই কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে অবিলম্বে রাহুল গান্ধীর কাছে হেমন্ত বিশ্বাস শর্মার ক্ষমা চাইতে হবে। হেমন্ত বিশ্ব শর্মা এ ধরনের মন্তব্য তীব্র নিন্দা জানানো হচ্ছে বলে জানান বীরজিৎ সিনহা। পরে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হেমন্ত বিশ্ব শর্মা কুশপুতুল বানিয়ে পুড়ানো হয়। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন আশীষ কুমার সাহা সহ আসামের কংগ্রেস নেতৃত্ব। পরবর্তী সময় জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের বিস্ফোরনে পড়ে নিহত ৪০ জন সিআরপিএফ জওয়ানের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় কংগ্রেস কর্মীরা।